নাঙ্গলকোট প্রতিনিধি: অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল (লোটাস কামাল) ও নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন (কালু) এর অনুপ্রেরণায় হেসাখাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সুহৃদ কলেজের সহকারী অধ্যাপক ইকবাল বাহার মজুমদারইউনিয়নের দুই শতাধিক কর্মহীন মানুষের পাশাপাশি বিভিন্ন মসজিদে নগদ অর্থ ও ইদ সামগ্রী বিতরণ করেন। তিনি করোনা পরিস্থিতিতে ইতোপূর্বে ইউনিয়নের প্রায় দেড় শতাধিক অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
জানা যায়, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে খাদ্য, নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী করেন হেসাখাল ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক প্রফেসর ইকবাল বাহার মজুমদার।
তিনি বলেন, করোনা মহামারীর কারণে নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের বিভিন্ন গ্রামের গরীব, অসহায় ও কর্মহীন মানুষের সমস্যার কথা বিবেচনায় নিয়ে খাদ্য সামগ্রী, নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি। আমি ইউনিয়নের মানুষের সুখ, পাশে পাশে রয়েছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেরও তাদের পাশে থাকবো।