স্টাফ রিপোর্টার: মনোহরগঞ্জের লাউলহরী গ্রামের প্রায় শ’খানেক সুবিধাবঞ্চিত পরিবারকে ঈদ উপহার সামগ্রী প্রদান করেছে সামাজিক-স্বেচছাসেবী সংগঠন ‘একতা সেবা সংঘ’। চলমান করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত গরীব, অসহায় ও কর্মহীন পরিবারের মধ্যে সংগঠনের স্বেচ্ছাসেবীরা এসব উপহার সামগ্রী পৌঁছে দেন। প্রতি পরিবারের জন্য প্রদত্ত উপহার সামগ্রীর প্যাকেজে ছিল- ১০ কেজি চাল, আলু, সয়াবিন তেল, ডাল, সেমাই, আতপ চাল, চিনি, কনডেন্সড মিল্ক, বাদাম ও কিছমিছ। একসাথে এতগুলা উপহার পেয়ে গ্রামের সমস্যাগ্রস্ত মানুষের মুখে হাসি ফুটে উঠে।
২০১১ সালে ওই এলাকার কতিপয় ছাত্র-যুবক আর্তমানবতার সেবায় কাজ করার প্রত্যয়ে ‘একতা সেবা সংঘ’ প্রতিষ্ঠা করে। তারা নিজেদের সংগ্রহকৃত ও এলাকার দানবীরদের থেকে সাহায্য নিয়ে শিক্ষা, চিকিৎসা সেবা সহ জনকল্যাণমুলক কাজে ভূমিকা পালন করে যাচ্ছে। সংগঠনের স্বেচ্ছাসেবীরা একটি কোচিং সেন্টার চালু রেখে অসহায় শিক্ষার্থীদের ফ্রি কোচিং করানো সহ বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করে আসছে।
এছাড়া, জাতীয় দিবসসমূহে সাধারণ জ্ঞান ও রচনা প্রতিযোগিতার আয়োজন, এস.এস.সি ও এইস.এস.সি কৃতকার্যদের মাঝে উৎসাহমুলক পুরষ্কার বিতরণ করে আসছে। বিভিন্ন দিবসে সংগঠনের উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসকদের এনে রোগীদের ফ্রি চিকিৎসা ও আর্থিক সাহায্য দিয়ে আসছে। এছাড়া প্রাকৃতিক দূর্যোগে মানবিক সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়ানো, পোশাক বিতরণ, যৌতুকমুক্ত বিবাহে অনুদান, ধর্মীয় দিবসে ইফতার ও মাহফিল আয়োজন সহ অসহায় মানুষের জন্য কল্যাণে প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে। তাদের জনকল্যাণমুলক কর্মকান্ড এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে। আর্তমানবতার সেবায় সংগঠনটি দুর্বার কাজ করে যাবে বলে সংগঠনের স্বেচ্ছাসেবীরা জানান।