ফারুক আল শারাহ:
কুমিল্লার লাকসামে ৫০০ পরিবারকে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী ভাইয়া গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান প্যাসিফিক কনজ্যুমার গুডস লি. এর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন পেশাজীবীদের এসব উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়।
জানা যায়, লাকসামে প্যাসিফিক কনজ্যুমার গুডস লি. যাত্রা শুরু থেকে আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। চলমান করোনা পরিস্থিতিতে ইতোমধ্যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে গরীব, অসহায় ও কর্মহীন পাঁচ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা করা হয়েছে। প্রতিষ্ঠানের উদ্যোক্তারা করোনা দূর্যোগে মানবিকতা নিয়ে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে সহযোগিতা করে আসছে। তাদের এমন উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পেশাজীবী ৫০০ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। প্রতিষ্ঠানের উৎপাদিত ৯/১০টি পণ্যে দৃষ্টিনন্দিত প্যাকেট তৈরি করে প্রতি পরিবাবের মধ্যে এসব উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়।
প্যাসিফিক কনজ্যুমার গুড্স লি. এর পরিচালক শাহাদাত হোসেন মুরাদ জানান, করোনা দূর্যোগে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। আর্তমানবতার সেবায় কনজ্যুমার গুডস লি. অসহায় মানুষের পাশে থাকবে সবসময়।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন মামুন বলেন, করোনা পরিস্থিতি বিশ্বব্যাপী অর্থনীতিতে বিরূপ প্রভাব সৃষ্টি করেছে। শিল্প-কারখানা বন্ধ থাকায় শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে। মানবিক দায়বদ্ধতা থেকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছি। তিনি সমাজের ধর্নাঢ্য ব্যক্তিদের সামর্থ অনুযায়ী স্ব-স্ব এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।