স্টাফ রিপোর্টার: লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলীর সুস্থতা কামনায় পৌরসভার ৬নং ওয়ার্ডের ১৬টি মসজিদে একযোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার আসরের নামাজের পর মিলাদ ও দোয়া অনুষ্ঠানে নিরাপদ দূরত্ব বজায় রেখে মুসল্লিরা অংশ নেন। এসময় ৬নং ওয়ার্ডে সর্বাধিক করোনায় আক্রান্তদের এবং উপজেলার সকল করোনা রোগীর জন্য দোয়া করা হয়।
জানা যায়, দেশে করোনা প্রভাবের শুরু থেকেই লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী করোনা সচেতনতায় নিরলস কাজ করতে গিয়ে সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে তাঁর চিকিৎসা চলছে। দ্রুত তাঁর সুস্থতা কামনায় পৌরসভার ৬নং ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের আয়োজন বৃহস্পতিবার বাদ আসর ওয়ার্ডের ১৬টি মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়ার্ড কাউন্সিলর আবদুল আলিম দিদার সংশ্লিষ্ট এলাকার মসিজদের ইমাম ও দায়িত্বশীলদের এ বিষয়ে অনুরোধ করলে একযোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। লাকসামে এ পর্যন্ত ৫০ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৬নং ওয়ার্ডে। এ ওয়ার্ডের আক্রান্ত সকলের এবং উপজেলার সকল করোনা রোগীর সুস্থতা কামনায়ও দোয়া করা হয়।
লাকসাম পৌরসভার প্যানেল মেয়র-২ ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুল আলিম দিদার বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি মহোদয়ের নির্দেশনায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আমরা কাজ করে যাচ্ছি। এ দূর্যোগে মানুষের জন্য কল্যাণকর কাজ করতে গিয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী অসুস্থ হয়ে পড়েছেন। তার সুস্থতা কামনায় ৬নং ওয়ার্ডের ১৬টি মসজিদে একযোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মিলাদে সর্বাধিক আক্রান্ত ৬নং ওয়ার্ডের করোনা রোগীসহ লাকসামের সকল করোনা রোগীর দ্রুত সুস্থতা কামনায়ও দোয়া করা হয়। ওয়ার্ডবাসীর যে কোন প্রয়োজনে তিনি পাশে আছেন বলে জানান।