স্টাফ রিপোর্টার: দেশে করোনা প্রভাবের শুরু থেকেই লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী করোনা সচেতনতা, নমুনা সংগ্রহ ও আক্রান্তদের বাড়ি লকডাউন করতে গিয়ে সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে তাঁর চিকিৎসা চলছে। দ্রুত তাঁর সুস্থতা কামনায় উপজেলার আজগরা ইউনিয়নের আশকামতা জামে মসজিদে আজ শুক্রবার পবিত্র জুমআর নামাজ শেষে মিলাদ ও মুনাজাত করা হয়।
সাবেক ছাত্র নেতা ও আজগরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: নুরুন নবী রতনের উদ্যোগে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুনাজাতে ধর্মপ্রাণ মুসল্লিরা দ্রুত উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলীর রোগমুক্তি কামনায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করেন। মিলাদ ও দোয়া শেষে তবারুক বিতরণ করা হয়।