ফারুক আল শারাহ:
কুমিল্লার নাঙ্গলকোটে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া এক ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের মানিকমুড়া গ্রামের মৃত মহিন উদ্দিনের ছেলে রবিউল (৫০)। পেশায় রিক্সাচালক রবিউল শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার (২৮ মে) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠালে রিপোর্ট পজিটিভ আসে।
ওই মৃত ব্যক্তিসহ নাঙ্গলকোটে আজ সোমবার (১ জুন) পাঁচজনের রিপোর্ট পজিটিভ আসে। তাদের মধ্যে উপজেলা সদরের পাটোয়ারি জেনারেল হাসপাতাল এন্ড আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের নার্সিং সহকারি (৩৯), ফার্মেসির সেলসম্যান (৩২) ও নাইটগার্ড (৪৭) এবং নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটের মক্কা ফার্মেসীর মালিকের ছেলে (১৭) রয়েছেন। তারা সবাই উপজেলা স্বাস্থ্যবিভাগের করোনা র্যাপিড রেসপন্স টিমের অধীনে হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। এনিয়ে নাঙ্গলকোটে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৩ জনে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
এদিকে পাটোয়ারি জেনারেল হাসপাতাল এন্ড আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে তাদের কর্মীদের ১৪দিনের নিত্যপ্রয়োজনীয় খাবার এবং ঔষধের ব্যবস্থাসহ তাদের সার্বক্ষনিক খোঁজ-খবর নেয়া হচ্ছে বলে জানান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম পাটোয়ারী।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লামইয়া সাইফুল সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। করোনা সংক্রমণ রোধে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে বলে তিনি জানান।