মোঃ হুমায়ুন কবির মানিক:
কুমিল্লার মনোহরগঞ্জে ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে গুচ্ছগ্রাম স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার বিকেলে উপজেলার খিলা ইউনিয়নের তুগুরিয়া-মুন্সিরহাট সড়কে সাতেশ্বর নামক স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘সাতেশ্বরে গুচ্ছগ্রাম চাই না’- শ্লোগানে গ্রামের কয়েক হাজার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সাতেশ্বর ছোলতানিয়া এমদাদুল উলুম মাদরাসার প্রধান শিক্ষক অধ্যাপক মুনাব্বর হোসেন, প্রতিষ্ঠাতা আবুল হোসেন, পরিচালনা কমিটির সভাপতি আবুল খায়ের, হাজী বাড়ি জামে মসজিদ উন্নয়ন কমিটির সভাপতি আলী আরশাদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি জুয়েল রানা প্রমুখ।
সাতেশ্বর গ্রামের ঐতিহ্যবাহী কওমী মাদরাসা, এতিমখানা, জামে মসজিদ, ঈদগাহ ও কবরস্থানের পার্শ্ববর্তী সংকীর্ণ জায়গায় গুচ্ছগ্রাম স্থাপন করা হলে ধর্মীয় প্রতিষ্ঠানের কার্যক্রম বিঘিœত হবে বলে আশংকা প্রকাশ করেন বক্তারা। তারা অন্যত্র গুচ্ছগ্রাম স্থাপনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এসময় ইউপি মেম্বার আবুল কালাম, সাবেক মেম্বার আব্দুল মতিন, আজিজ ফারুক, রাশেদ ফারুক, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি মোজাম্মেল হোসেন মুকুল, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাবিবুর রহমান ইউনুছ, ওয়ার্ড যুবলীগ সভাপতি মনির হোসেন, সহ-সভাপতি মামুনুর রশিদ, স্থানীয় সমাজসেবক আব্দুল গফুর মজুমদার, কাদির ফরাজী, মহিন উদ্দিন, বেলাল হোসেন সহ মাদরাসা শিক্ষক, শিক্ষার্থী ও গ্রামের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।