কেফায়েত উল্লাহ মিয়াজী: কুমিল্লার নাঙ্গলকোটে অগ্নিকান্ডে মোস্তফা কামাল নামের এক ব্যবসায়ীর মুদি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গত রবিবার উপজেলার দক্ষিণ শাকতলী গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে জানিয়েছে স্থানীয়রা। পরে ১ ঘন্টা চেষ্টা কওে স্থানীয়রা অগুন নিয়ন্ত্রণে আনেলেও দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ওই ব্যবসায়ীর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। মোস্তফা কামাল দক্ষিণ শাকতলী গ্রামের আবুল খায়েরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ শাকতলী পূর্ব পাড়া মোড়ে মুদি ও ভ্যারাইটিস মালামালের দীর্ঘ দিন ধরে ব্যবসা করে আসছেন মোস্তফা কামাল। রবিবার দুপুরে দোকান বন্ধ করে বাড়ী যায় ওই ব্যবসায়ী। এরই মাঝে দোকানে বিদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাণপ্রণ চেষ্টা চালায় কিন্তু আগুন নিয়ন্ত্রনে আসার আগেই টেলিভিশন, ফ্রিজ, কসমেটিকস, মুদি ও মোবাইল কার্ডসহ দোকানের সকল মালামাল পুড়ে যায়।
দোকান মালিক মোস্তফা কামাল বলেন, আগুনের ঘটনার আগের দিন শনিবার স্থানীয় লাকসাম বাজার থেকে ১ লাখ টাকার মালামাল ক্রয় করে নিয়ে আসি। আমি বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি। অগ্নিকান্ডের কারনে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।