ফারুক আল শারাহ:
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাঙ্গলকোট উপজেলার তুগুরিয়া নামক স্থান থেকে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে আটক করে নাঙ্গলকোট থানা পুলিশ। সোমবার (৮ জুন) সকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।
জানা যায়, রোববার (৭ জুন) গভীর রাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাঙ্গলকোট উপজেলার তুগুরিয়া নামক সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল, এ সংবাদ পেয়ে তাৎক্ষনিক থানার সেকেন্ড অফিসার ওবায়দুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল গিয়ে অস্ত্রশস্ত্রসহ চার ডাকাতকে আটক করে। আটকৃতরা হলেন, মনোহরগন্জ উপজেলার পূর্ব বাতাবাড়িয়া গ্রামের মৃত. সুরুজ মিঞার ছেলে মোঃ সরোয়ার হোসেন (২৯), একই গ্রামের আবদুর রহিমের ছেলে মুরাদ হোসেন (২২), নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউপির লুধুয়া গ্রামের শাহাআলমের ছেলে মোঃ জাহিদুল ইসলাম (২১), একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে ঈসমাইল হোসেন রাজু (২০)। এসময় অন্য দুইজন ডাকাত কৌশলে পালিয়ে যায়।
মামলার তদন্ত কর্মকর্তা নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক সফিকুল ইসলাম বলেন, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ চার ডাকাতকে আটক করা হয়েছে।
এ ঘটনায় নাঙ্গলকোট থানার এস.আই ওবায়দুল হক বাদী হয়ে ডাকাতির প্রস্তুতিসহ দুটি মামলা দায়ের করেন। আটক ডাকাতদের কুমিল্লার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।