স্টাফ রিপোর্টার:
লাকসাম প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক, দৈনিক কালের কণ্ঠের লাকসাম প্রতিনিধি মুজিবুর রহমান দুলাল ও লাকসাম প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক যায়যায়দিন লাকসাম প্রতিনিধি আরিফুর রহমান স্বপনের বাবা বাংলাদেশ রেলওয়ের সাবেক কর্মকর্তা খোন্দকার শরাফত উল্ল্যাহ (টিএক্সআর) এর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ। লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ২০০৩ সালের এই দিনে উপজেলার বেতিহাটি নিজ গ্রামে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে স্বজনদের কাছ থেকে চির বিদায় নিয়ে মৃত্যুবরণ করেন।
এ উপলক্ষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় আজ শনিবার আরিফুর রহমান স্বপনের লাকসামস্থ বাসভবনে বাদ এশা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের ছোট ছেলে সাংবাদিক আরিফুর রহমান স্বপন তাঁর বারার জান্নাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।