স্টাফ রিপোর্টার: ‘মুজিব বর্ষের আহবান, তিনটি করে গাছ লাগান’- এই স্লোগানকে সামনে রেখে লাকসাম উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নুরুল আমিন মজুমদার (ডিগ্রী) কলেজে ছাত্রলীগের মানবিক ছাত্র নেতা, ৩নং মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক ও কলেজ ছাত্রলীগ নেতা খন্দকার মাহবুব আলম বৃক্ষরোপন করেন।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা ও এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি’র পরামর্শে এবং বাংলাদেশ ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (২৮ জুন) ছাত্রলীগ নেতা খন্দকার মাহবুব আলম নিজস্ব অর্থায়নে কলেজ মাঠের পাশে খালি জায়গায় হরেক প্রকার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করেন ।
এসময় উপস্থিত ছিলেন, ৩নং মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সফল সভাপতি জিয়াউল হায়দার সজল, বর্তমান ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং অত্র কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাহরিয়ার মজুমদার শাকিল, নুরুল আমিন মজুমদার ডিগ্রী কলেজ শাখা সাবেক ছাএলীগ নেতা ইন্জিনিয়ার আলামিন সাকিল ও কলেজ ছাত্রলীগ নেতা আরিয়ান আহম্মেদ কাওসার সহ কুমিল্লা সরকারি সিটি কলেজ শাখা ছাত্রলীগ নেতা ফারহান আহম্মেদ সুজন সহ অন্যান্য ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
কলেজ ছাত্রলীগ নেতা খন্দকার মাহবুব আলম বলেন, আমরা ছাত্রলীগ নেতা-কর্মীরা সবসময় দেশের ক্লান্তিলগ্ন আছি, থাকবো।