এস এম শাহজালাল:
কুমিল্লার লাকসাম উপজেলার ৬নং উত্তরদা ইউনিয়নের হারাখাল থেকে কৃষ্ণপুর এক কিলোমিটার আবু ছায়েদ এর দোকান হইতে কৃষ্ণপুর জর্দ্দারের রাস্তার মাথা পর্যন্ত সড়কের পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়ে বেহাল অবস্থা হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতে হাঁটুপানি জমে এ রাস্তা দিয়ে চলাচল বন্ধের উপক্রম দেখা দিয়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় ভোগান্তিতে পড়েছে এ সড়কের যাতায়াতকারী লোকজন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত টানা বৃষ্টিতে প্রায় অর্ধকিলোমিটার রাস্তা পানিতে তলিয়ে যায়। জলাবদ্ধতার কারনে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হয়ে যায়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অটোবাইক, পণ্যবাহী ভেন, পিকআপ, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন ঝুুঁকি নিয়ে চলাচল করছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, উত্তরদা ইউনিয়নের হাজার হাজার মানুষ এ সড়ক দিয়ে চলাচল করে। ইউনিয়ন পরিষদ সহ অনেক গুরুত্বপপূর্ণ প্রতিষ্ঠানে যাওয়ার জন্য এ রাস্তা ব্যবহার করে থাকে।
স্থানীয় বাসিন্দা জনাব মাহফুজুল হক জানান, মাত্র এক কিলোমিটার এ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না। এতে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে যাতায়াতে অসুবিধা হয়। জলাবদ্ধতা হলে আমাদের দোকানপাটে, বাজারে যেতে অনেক সমস্যা হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ জানান, এই সড়কের জন্য সরকার থেকে এখনো কোনো অনুদান আসেনি। আমি নিজেও অনেকবার নিজ উদ্যোগে অনেকবার চেষ্টা করেছি কিন্তু কিছু অসাধু লোকের কারনে পারছি না। যারা রাস্তার পাশে যে যার মতো ব্যবহার করছে। দ্রুত সড়কটি সংস্কারে সরকারি কার্যকর ব্যবস্থা গ্রহন করবে বলে তিনি প্রত্যাশা করেন।