উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (১৯ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে সর্বমোট ১০টি নমুনার রিপোর্ট আসে। তাদের মধ্যে ৮ জনের রিপোর্ট পজিটিভ ও বাকী ২ জনের নেগেটিভ। আক্রান্তদের মধ্যে ৫ জন নতুন। ৩ জনের দ্বিতীয় নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী। ৩ পুরুষের বয়স যথাক্রমে ৩৬, ৪৩ ও ৪৫ বছর। ২ নারীর মধ্যে একজনের বয়স ৩২ ও অন্যজনের ৩৫ বছর। দ্বিতীয় নমুনায় ২ জন পুরুষ ও ১ জন নারীর পজিটিভ এসেছে। নতুন ৫ জনসহ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২১ জন।
লাকসাম উপজেলা স্বাস্থ্যবিভাগ গঠিত করোনা র্যাপিড রেসপন্স টিমের অন্যতম সদস্য ডা. মেহেদী হাসান জিতু ও ডা. আলমগীর হোসেন জানান, উপজেলায় এই পর্যন্ত ১৪৪৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে ১৪০৪টি রিপোর্ট পাওয়া গেছে। প্রাপ্ত রিপোর্টের মধ্যে ৩২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ১০৮৩টি রিপোর্ট নেগেটিভ এসেছে। এখনো প্রক্রিয়াধীন রয়েছে ৩৯টি নমুনার রিপোর্ট। এখানে করোনায় মৃত্যুবরণ করেছেন সর্বমোট ৯ জন। ইতোমধ্যে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৭৭ জন। অন্য ১৪৪ জনকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দিয়ে আসছেন করোনা র্যাপিড রেসপন্স টিমের সদস্যরা।
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী জানান, লাকসামে উদ্বেগজনক হারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।