ফারুক আল শারাহ:
কুমিল্লার লাকসামে গণমাধ্যম কর্মীসহ আরও ৭ জনের করোনা শনাক্ত এবং দ্বিতীয় নমুনায় ৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩৫ জনে দাঁড়িয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২০৯ জন। অন্য ১২৬ জন এখনো চিকিৎসাধীন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে সর্বমোট ১৯টি নমুনার রিপোর্ট আসে। তাদের মধ্যে ১১ জনের রিপোর্ট পজিটিভ ও বাকী ৮ জনের নেগেটিভ। আক্রান্তদের মধ্যে স্থানীয় একজন গণমাধ্যম কর্মীসহ ৭ জন নতুন এবং অন্য ৪ জনের দ্বিতীয় নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে ৬ জন পুরুষ ও ১ জন নারী। দ্বিতীয় নমুনায় পজিটিভ আসা ৪ জনই পুরুষ। উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২১ জন।
লাকসাম উপজেলা স্বাস্থ্যবিভাগ গঠিত করোনা র্যাপিড রেসপন্স টিমের অন্যতম সদস্য ডা. আবদুল হান্নান ও ডা. আলমগীর হোসেন জানান, উপজেলায় এই পর্যন্ত ১৪৮৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে ১৪৬৮টি রিপোর্ট পাওয়া গেছে। প্রাপ্ত রিপোর্টের মধ্যে ৩৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ১১৩৩টি রিপোর্ট নেগেটিভ এসেছে। এখনো প্রক্রিয়াধীন রয়েছে ২১টি নমুনার রিপোর্ট। এখানে করোনায় মৃত্যুবরণ করেছেন সর্বমোট ৯ জন। ইতোমধ্যে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২০৯ জন। অন্য ১২৬ জনকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দিয়ে আসছেন করোনা র্যাপিড রেসপন্স টিমের সদস্যরা।
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী জানান, লাকসামে উদ্বেগজনক হারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।