স্টাফ রিপোর্টার: লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের কামড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এইচ.এম মোশারফ কাঞ্চন। ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্য ও এলাকাবাসীর সমর্থনে তিনি সভাপতি নির্বাচিত হন। মোশারফ কাঞ্চন একজন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি লাকসাম উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। তিনি কামড্যা জামে মসজিদ কমিটি ও ফোরকানিয়া মাদ্রাসার সভাপতি সহ সামাজিক, স্বেচ্ছাসেবী বিভিন্ন কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিদ্যালয়ের নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্য সচিব সুমিতা সাহার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি নুরুল ইসলাম, ওয়ার্ড মহিলা মেম্বার ও সদস্য রোকেয়া বেগম, সহ-সভাপতি খাজা ইনসাফ, বিদ্যুৎসাহী সদস্য হাফেজ মাওলানা আবু তাহের, জেসমিন আক্তার, সহকারী শিক্ষক মাওলানা মুকবুল আহমেদ, জাকির হোসেন-সহ ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য ও শিক্ষকবৃন্দ। সভায় বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান্নোয়নের উপর গুরুত্বারোপ করা হয়।
এক প্রতিক্রিয়ায় নব-নির্বাচিত সভাপতি এইচ.এম মোশারফ কাঞ্চন বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি মহোদয় বৃহত্তর লাকসামবাসীর অহংকার। তিনি সারাদেশে সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড বাস্তবায়নের পাশাপাশি লাকসাম-মনোহরগঞ্জের সামগ্রিক উন্নয়নে মাইলফলক সৃষ্টি করেছেন। আমাকে কামড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করায় এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি মহোদয়, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী ও কান্দিরপাড় ইউনিয়ন চেয়ারম্যান ওমর ফারুক এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কামড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে মডেল বিদ্যালয়ে রূপান্তরের আশাবাদ ব্যক্ত করেন তিনি।