শাহ নুরুল আলম/দেবব্রত পাল বাপ্পী:
রবিবার সকালে লাকসাম জগন্নাথ বাড়ী প্রাঙ্গনে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। এবার লাকসাম উপজেলায় ৩৪টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ দুর্গোৎসব ৪ অক্টোবর ষষ্ঠী তিথিতে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়ে ৮ অক্টোবর শুভ বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।
৫ দিনব্যাপী এ বৃহৎ ধর্মীয় উৎসবে লাকসামে ৩৪টি পূজা মন্ডপে চলছে আড়ম্বরপূর্ণ দুর্গোৎসব। এর মধ্যে লাকসাম পৌরশহরে নুতন করে দক্ষিণ লাকসাম দারোগা বড়ি পূজা মন্ডপসহ ১৮টি এবং পৌর শহরের বাহিরে ১৬টি মন্ডপে পুজা অনুষ্ঠিত হচ্ছে।
সরেজমিনে পূজা মন্ডপে ঘুরে দেখা যায়, সকাল থেকে জগন্নাথ বাড়ী প্রাঙ্গণে নারায়নগঞ্জ থেকে আগত কুমারী মেয়েকে মঞ্চে সোপাতে বসিয়ে পুরহিত পূজা শেষ করে। হাজার হাজার ভক্তবৃন্দের আগমনে নারীরা উলুধ্বনির মধ্য দিয়ে কুমারী পূজা হয়। দূরদূরান্ত থেকে কুমারী পূজা দেখতে ছুটে আসেন জগন্নাথ বাড়ীতে।
এসময় উপস্থিত ছিলেন- লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান মহববত আলী, কাউন্সিলর আফতাব উল্লাহ চৌধুরী ঝন্টু, যুবলীগ নেতা মনিরুল ইসলাম রতন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লাকসাম উপজেলা শাখা সহ-সভাপতি (ভারপ্রাপ্ত) ডাঃ সীচন্দ্র কুমার দাস, সাধারণ সম্পাদক দূর্জয় সাহা, ন.ফ সরকারি কলেজ অধ্যক্ষ বাবুল চন্দ্র শীল, জগন্নাথ বাড়ী পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও উপজেলা আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অপরদিকে গত শনিবার সপ্তমি পূজা অনুষ্ঠিত হয়েছে। লাকসাম পৌরশহরের বাইরে সরেজমিনে ঘুরে দেখা যায় প্রতিটি পূজা পূজা মন্ডপে নারী-পুরুষ মা র্দূগাদেবীর কাছে পুষ্পঞ্জলি অর্পণ করেন। প্রতিটি পূজা মন্ডপের কমিটির নেতৃবৃন্দ যথাক্রমে- দূপচর পূজা মন্ডপের সভাপতি- রবীন্দ্র সিংহ, সেক্রেটারী দিলীপ ঘোষ, মন্ডপ তত্ত্বাবধানে হরিধন সাহা, উধইর বড় বাড়ী পূজা মন্ডপ সভাপতি- মরন চন্দ্র ভৌমিক, সেক্রেটারী সুদেপ চন্দ্র মজুমদার, মন্দির তত্ত্¦াবধানে উৎপল মজুমদার, কৈত্রা ডাক্তার বাড়ী পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক চন্দ্র মজুমদার, সেক্রেটারী দীপকংর চন্দ্র মজুমদার, উত্তর গাজীপুর শীল বাড়ী পূজা মন্ডপ সভাপতি ডাঃ স্বজল চন্দ্র শীল, সেক্রেটারী ডাঃ খোকন চন্দ্র শীল, চাঁনগাঁও দূর্গা মন্দির সহ-সভাপতি মিলন চন্দ্র দাস, সেক্রেটারী মাষ্টার তাপস কান্তি লোধ।