স্টাফ রিপোর্টার:
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী কুমিল্লা-১০ নির্বাচনী এলাকার প্রতি আস্থা ও বিশ্বাস রেখে আমাকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছে। তাই নির্বাচনী এলাকার জনগণের নিকট আমি ঋণী। জনগণের এ ঋণ কখনো শোধ করতে পারবো না।
গতকাল রবিবার নাঙ্গলকোটের বিভিন্ন এলাকায় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আপনারা আমাকে ভালোবাসেন-আমিও আপনাদেরকে ভালোবাসি।
মানুষের দোকানপাট লুটপাট, খুন, খারাপি করা যাবে না। নাঙ্গলকোট উপজেলাকে আরো সুন্দর করে সাজাবো।
স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশ্য করে অর্থমন্ত্রী বলেন, দরিদ্র-অসহায়দের কল্যাণে কাজ করুন। জনগণের প্রতি আন্তরিক হোন। অসহায় মানুষগুলো আগে আপনাদের কাছে ছুটে যায়। আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। মানুষের ঘরে ঘরে গিয়ে দেখুন যাদের ঘরে খাবার নেই, খাবারের ব্যবস্থা করে দিন। কারণ এটি আপনাদের গুরু দায়িত্ব।
দিনব্যাপী পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন কালু, সাবেক চেয়ারম্যান শাহজাহান মজুমদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালাহ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফ, পৌর মেয়র আবদুল মালেক, ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক নূরুল আফছার, চেয়ারম্যান সমিতির সভাপতি আবু তাহের, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন প্রমূখ।