দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আগামী বছর সবচেয়ে দ্রুতগতির অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশ হিসেবে আবির্ভূত হবে বাংলাদেশ- বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে এমন ভবিষ্যদ্বাণী করা হচ্ছে।
সংস্থার প্রতিবেদন অনুযায়ী, চলতি রাজস্ব বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৭.২ শতাংশ এবং আগামী অর্থবছরে ৭.৩ শতাংশ হবে।
আর্থিক খাতের নাজুক অবস্থা তীব্র হচ্ছে বলে এই ভবিষ্যদ্বাণী কতটুকু ফলপ্রদ হবে তা নিয়ে আশঙ্কা রয়ে যাচ্ছে। কিন্তু সামষ্টিক অর্থনীতির বর্ধিষ্ণু কাঠামো, রাজনৈতিক স্থিতিশীলতা ও শক্তিশালী সরকারি বিনিয়োগের ফলে প্রবৃদ্ধি ৭ শতাংশের উপর থাকবে।
প্রবৃদ্ধির গতির এই হিসাবে এখনও বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে একমাত্র ভুটান। চলমান রাজস্ব বছরে দেশটির প্রবৃদ্ধি হবে ৭.৪ শতাংশ। তবে বিশ্ব ব্যাংক বলছে, আগামী রাজস্ব বছরে ভুটানের জিডিপি প্রবৃদ্ধি হবে ৫.৯ শতাংশ।
ওদিকে, ভারতের প্রবৃদ্ধি এই রাজস্ব বছরে ৬ শতাংশে নেমে আসবে। তবে ২০২০-২১ সময়কালে দেশটির প্রবৃদ্ধির হারে সামান্য উন্নতি হয়ে সেটি ৬.৯ শতাংশ হবে। তার পরের বছর ভারতের প্রবৃদ্ধি হবে ৭.২ শতাংশ।