কেফায়েত উল্লাহ মিয়াজী: কুমিল্লার নাঙ্গলকোট পৌর বাজারে অগ্নিকান্ডে কনফেকশনারী দোকান ভস্মীভূত হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে নাঙ্গলকোট মেডিকেল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। এ সময় দোকানটির সন্নিকটে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। রোগীরা দিগ-বিদিক ছোটাছুটি শুরু করে। পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমরা হঠাৎ করে বন্ধ থাকা কনফেকশনারী দোকানে আগুন দেখতে পাই। আমরা আগুন নেভাতে চেষ্টা করি। পরে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে দোকানটির কোন কিছুই রক্ষা পায়নি। তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির কারণে জানা যায়নি।
দোকানের মালিক নাঙ্গলকোট পৌর এলাকার নতুন হরিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে তাজুল ইসলাম কালু অগ্নিকান্ডে দোকানের সকল মালামাল পুড়ে বিপুল পরিমাণ ক্ষতি সাধিত হওয়ায় তার জীবিকা অর্জনের পথ বন্ধ হয়ে গেছে বলে জানান।