রবিউল হোসাইন সবুজ: প্রাণ আরএফএল আয়োজিত রংপুর ‘ভিন্ন জগত’ মঙ্গলবার (১৪ জানুয়ারি) গানের সুরে মাতাবেন এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী বর্ষা চৌধুরী। দর্শকদের মন মাতাতে সরাসরি পারফরম্যান্স করবেন তিনি । বর্ষা জানান, টিভি শো আর উপস্থাপনা , প্লে-বেক এবং নতুন নতুন কিছু গান এর কাজ নিয়ে ব্যস্ততা যাছে প্রচুর। সঙ্গীতপ্রেমী মানুষদের সাথে সরাসরি কথা বলার এবং তাদের কাছ থেকে একটি স্টেজ পারফরম্যান্স এর মাধ্যমই আমি বুঝি তারা আমার কাছে কি ধরনের মৌলিক গান পেতে চায়।
বর্ষা আরো জানান, প্রবাসী দর্শকদের অনুরোধে আগামী মাসে আমেরিকার ডালাস শহর মাতাবেন। এ যাবত বর্ষা চৌধুরীর মৌলিক গান এর সংখ্যা ৬৪। যার মধ্যে জায়গা করেছে সাধারনের মনে প্রায় ডজনখানেক প্লে-বেক যার বেশিরভাগ আইটেম গান । সর্বশেষ বাসুদেব ঘোষ এর সংগীত আয়োজনে প্রথম গেয়েছিলেন রবিন্দ্রসঙ্গীত ‘মায়াবন বিহারিনি’ ।