ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে বুধবার আরও ৪জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিযেছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।এনিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৪ জনে।
বুধবার বিকেলে মহাখালীতে সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, বেশিরভাগ দেশ থেকে আসা বন্ধ হয়ে গেছে। নতুন করে ৪ জনসহ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ জন।
তিনি বলেন, চারজনের মধ্যে একজন নারী, তিনজন পুরুষ। গত ২৪ ঘন্টায় ৪৯ এবং মোট ৩৪১ জনের পরীক্ষা করা হয়েছে। সন্দেহজনক ধরে আরও ১৬ জনকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে বলেও জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
সংবাদ সম্মেলনের শুরুতে দেশে করোনা আক্রান্ত একজনের মৃত্যুর কথা জানান ডা: ফ্লোরা। তিনি বলেন, আমাদের জন্য একটি দুঃসংবাদ আছে। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তার বয়স ৭০ বছর। তিনি করোনা রোগীর সংস্পর্শে এসে মৃত্যুবরণ করেছেন। এছাড়া তিনি ডায়েবেটিস ও কিডনি সমস্যায় আক্রান্ত ছিলেন। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) তিনি মৃত্যুবরণ করেন।
আইইডিসিআর পরিচালক বলেন, হটলাইন নিয়ে অভিযোগ রয়েছে। আমরা এই ব্যবস্থাটিকে সহজ করার জন্য ইমেইল এবং ফেসবুকে চালু করেছি। আপনারা মেসেজ করে জানাতে পারেন। এছাড়াও করোনা সংক্রান্ত অ্যাপ চালু করা হবে।