ফারুক আল শারাহ:
কুমিল্লা জেলায় দুইদিনের রিপোর্টে আরও ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪,৪৭৪ জন। নতুন ১ জনসহ এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১২২ জন। আরও ৫৪ জনসহ সুস্থ হয়েছেন ২,৪২৭ জন। এখনো হোম আইসলোশান ও হাসপাতালে চিকিৎসাধীন ২,০৪৭ জন।
সূত্রে জানা যায়, রবিবার (১২ জুলাই) কুমিল্লা জেলায় ১৯২টি নমুনার রিপোর্ট আসে। আগত রিপোর্টে ৬৩ জন পজিটিভ ও ১২৯টি নেগেটিভ।
নতুন আক্রান্তদের মধ্যে সিটি করপোরেশন ১২ জন, লাকসাম ১৪ জন, চৌদ্দগ্রাম ১২ জন, মেঘনা ৫ জন, তিতাস ৫ জন, আদর্শ সদর ৪ জন, সদর দক্ষিণ ৩ জন, হোমনা ৩ জন, দাউদকান্দি ২ জন, বরুড়া ২ জন ও বুড়িচং উপজেলায় ১ জন রয়েছেন।
এছাড়াও, রবিবার (১২ জুলাই) ২০ জুনের ১৬৪টি নমুনার মধ্যে ৪৭ জনের পজিটিভ আসে। তাদের মধ্যে সিটি করপোরেশন ৮ জন, লাকসাম ৯ জন, চৌদ্দগ্রাম ৬ জন, বরুড়া ৬ জন, লালমাই ৬ জন, মুরাদনগর ৫ জন, সদর দক্ষিণ ৪ জন, ব্রাহ্মণপাড়া ২ জন ও আদর্শ সদর উপজেলার ১ জন। দুইদিনের নমুনার রিপোর্ট সর্বমোট ১১০ জনের পজিটিভ আসে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় রবিবার (১২ জুলাই) ২৩৭টি নমুনা সংগ্রহ করা হয়। এ পর্যন্ত সর্বমোট নমুনা সংগ্রহ হয়েছে ২১,৭৯৪টি। রিপোর্ট এসেছে ২১,৪৫৩টি। রিপোর্ট প্রক্রিয়াধীন ৩৪১টি। প্রাপ্ত রিপোর্টে পজিটিভ ৪,৪৭৪ জন এবং নেগেটিভ ১৬,৯৭৯টি। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১২২ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২,৪২৭ জন। এখনো হোম আইসলোশান ও হাসপাতালে চিকিৎসাধীন ২,০৪৭ জন।
কুমিল্লা জেলা করোনা প্রতিরোধ সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী করোনা সংক্রমণ রোধে সকলকে দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।