ফারুক আল শারাহ:
কুমিল্লা জেলায় করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছুঁইছুঁই। যা গাণিতিক সংখ্যায় ৪,৯১৩ জন। একদিনে এখানে নতুন আক্রান্ত হয়েছেন ৯৯ জন। এখানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১২৯ জন। আরও ৮০ জন সুস্থ হওয়ায় সুস্থতার সংখ্যা দাঁড়ালো ২,৮১৩ জন। এখনো চিকিৎসাধীন রয়েছেন ২,১০০ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, রবিবার (১৯ জুলাই) কুমিল্লায় ৩৫৯টি নমুনার রিপোর্ট আসে। রিপোর্ট সমূহের মধ্যে ৯৯ জন পজিটিভ ও ২৬০টি নেগেটিভ। আক্রান্তদের মধ্যে সিটি করপোরেশন ২৭ জন, মুরাদনগর ১৪ জন, নাঙ্গলকোট ১০ জন, চৌদ্দগ্রাম ৯ জন, লাকসাম ৮ জন, মনোহরগঞ্জ ৭ জন, দেবিদ্বার ৭ জন, বরুড়া ৬ জন, বুড়িচং ৩ জন, মেঘনা ২ জন, তিতাস ২ জন, হোমনা ২ জন, আর্দশ সদর ১ জন ও লালমাই উপজেলায় ১ জন।
একদিনে জেলায় ৮০ জন সুস্থ হয়েছেন। তাদের মধ্যে সিটি কর্পোরেশন ২৩ জন, বরুড়া ১৫ জন, দেবিদ্বার ১৩ জন, মনোহরগঞ্জ ১১ জন, আদর্শ সদর ৮ জন, চান্দিনা ৫ জন ও সদর দক্ষিণ উপজেলায় ৫ জন।
জেলায় একদিনে আরো একজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মারা যাওয়া ব্যক্তির বাড়ি বুড়িচং বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, জেলায় রবিবার (১৯ জুলাই) ৪৯০টি নমুনা সংগ্রহ করা হয়। এ নিয়ে সর্বমোট নমুনা সংগ্রহ হয়েছে ২৩,৩৪৯টি। রিপোর্ট এসেছে ২৩,১৩২টি। রিপোর্ট প্রক্রিয়াধীন ২১৭টি। প্রাপ্ত রিপোর্টে পজিটিভ ৪,৯১৩ জন এবং নেগেটিভ ১৮,২১৯টি। তাদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ১২৯ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২,৮১৩ জন। এখনো হোম আইসলোশান ও হাসপাতালে চিকিৎসাধীন ২,১০০ জন।
কুমিল্লা জেলা করোনা প্রতিরোধ সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিজে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি অন্যদেরকেও তা মেনে চলতে উদ্বুদ্ধ করতে হবে। আর সকলে তা মেনে চললে জেলায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।