স্টাফ রিপোর্টার:
গাজীপুরের শ্রীপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীদের উপর ট্রাক উঠিয়ে দিলে এতে নিহত হয় তিন যুবক। আহত হয় আরও তিনজন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও চালককে আটক করেছে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকটি উল্টে মহাসড়কের পাশে ছিটকে পড়ে। এসময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রী ও পথচারীরা ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত ও ৩ জন আহত হন।
নিহতরা হলেন- শেরপুরের নকলা উপজেলার রামপুর গ্রামের আলমাছ মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৫), বাছুর আলগী গ্রামের কালু মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন (২৫) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার দৌলতপুর গ্রামের আহমদ আলীর ছেলে বাদশা মিয়া (১৯)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।