বেশীরভাগ ক্লাব লিমিটেড কোম্পানি হওয়ায় তারা কি করছে, তা দেখার সুযোগ নেই যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের, তা করতে আইন সংশোধনের দরকার হবে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন উপলক্ষ্যে বিভিন্ন ফেডারেশনের সাথে পর্যালোচনা সভা শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এ কথা জানান।
তিনি বলেন, ‘বেশিরভাগ ক্রীড়া ক্লাব লিমিটেড কোম্পানি, তাই তাদের উপর নজরদারি করার এখতিয়ার নেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। আগামীতে যাতে তাদের জবাবদিহিতার আওতায় আনা যায়, সেই আইনি অধিকার প্রয়োজন।’
তাই রাজধানীর ক্রীড়া ক্লাবগুলোকে জবাবদিহিতায় আনতে আইন সংশোধনের তাগিদ দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘এখন সময় এসেছে আইন পরিবর্তন করার। ক্রীড়া ক্লাবগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীনে থাকা উচিত। সেটি করলেই তাদের জবাবদিহিতার আওতায় আনা যাবে।’
এছাড়া সভায় সিদ্ধান্ত চূড়ান্ত হয়, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বছরব্যাপী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ৮৯টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৩৯টি আন্তর্জাতিক, বাকিগুলো জাতীয়। এর বাজেট ৩০৬ কোটি টাকা।