ডেস্ক রিপোর্ট: রেনিটিডিন জাতীয় ওষুধ উৎপাদন, বিক্রি, বিতরণ ও রপ্তানি স্থগিত করে গণবিজ্ঞপ্তিতে দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
গতকাল বুধবার (১৩ নভেম্বর) অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষতির এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, মেসার্স সারাকা ল্যাবরেজটিজ লি., ভারত এবং মেসার্স এসএমএস লাইফসাইন্স, ভারত হতে আমদানিকৃত রেনিটিডিন হাইড্রোক্লোরাইড কাঁচামাল (API) এবং উক্ত কাঁচামাল দ্বারা উৎপাদিত ফিনিশড প্রোডাক্টের নমুনা ঔষধ প্রশাসন অধিদপ্তরের ব্যবস্থাপনায় WHO এক্রিডিটেড ল্যাবরেটরিতে পরীক্ষা ও বিশ্লেষণ করা হয়।
ফলাফলে পরীক্ষাকৃত কাঁচামাল ও ফিনিশড প্রোডাক্টে NDMA Impuritry গ্রহণযোগ্য মাত্রার চেয়ে অধিক পাওয়া গেছে।
এর পরিপ্রেক্ষিতে জনস্বার্থে দেশে সকল প্রকার রেনিটিডিন জাতীয় ওষুধ উৎপাদন, বিক্রয়, বিতরণ এবং রপ্তানি স্থগিত করা হলো।