চট্টগ্রামের পাথরঘাটায় গ্যাস লাইনের বিস্ফোরণে একটি ভবনের দেয়াল ধসে নারী ও শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। এতে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
রোববার সকাল ৯টায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। ভবনের নিচ তলায় এ ঘটনা ঘটে। এখানে ৬-৭ সদস্যের এক পরিবার বাস করতেন।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্যাস লাইন বিস্ফোরণে ভবনের দেয়াল ধসে নারী ও শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধসহ আহত হয়েছেন আরো ২৫ জন। সবাইকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ফায়ার সার্ভিস কাজ করছে।
আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভবনের সামনে থাকা পথচারীও আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
দেয়ালের নিচে আরও কেউ চাপা পড়ে আছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে।