ডেস্ক রিপোর্ট: দেশে একদিনে করোনায় আক্রান্তে ও মৃত্যুর রেকর্ড গড়েছে। ২৪ ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে ৩৪৭১ জন এবং মৃত্যুবরণ করেছে ৪৬ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত হয়ে মারা গেল ১০৯৫জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮১,৫২৩ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫,৯৯০টি।
আজ শুক্রবার (১২ জুন) দুপুরে করোনা নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
দেশে ক্রমাগত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে উৎকন্ঠা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কার্যকর ভূমিকা চান দেশের মানুষ।