ডেস্ক রিপোর্ট: দেশে একদিনে করোনাভাইরাসে আরও ৩০৯৯ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৯০ হাজার ৬১৯ জনে দাঁড়িয়েছে। নতুন করে মারা গেছে আরও ৩২ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১২০৯ জন।
সোমবার (১৫ জুন) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪ লাখ ৩৫ হাজার ৮৫৫। এছাড়া আক্রান্ত হয়েছেন ৮০ লাখ ৭ হাজার ৮০৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪১ লাখ ৩৫ হাজার ২৭৪ জন।