কেফায়েত উল্লাহ মিয়াজী: চলমান করোনা পরিস্থিতিতে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুর রাজ্জাক সুমন অর্ধশত নেতা-কর্মী নিয়ে দরিদ্র কৃষকদের ধান কেটে দিচ্ছেন। আজ বৃহস্পতিবার উপজেলার বানিয়াচৌঁ, গোমকট ও খাটাচৌঁ মাঠে ছাত্রলীগ স্বেচ্ছায় ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। উপজেলা ছাত্রলীগের এমন উদ্যোগ এলাকায় বেশ প্রশংসিত হয়।
ধান কাটায় অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন, উপজেলা ছাত্রলীগ সহসভাপতি আবু বকর সিদ্দিক, নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, উপজেলা দপ্তর সম্পাদক আব্দুল জলিল, উপ-প্রচার সম্পাদক বেলায়েত হোসেন শিমুল, কলেজ ছাত্রলীগ সহসভাপতি জসিম উদ্দিন, মোস্তফা কামাল, নছির উদ্দিন পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রুবেল, মৌকরা ইউনিয়ন যুগ্ম আহবায়ক আবিদ হাছান, শাখাওয়াত হোসেন সৈকত, মিল্লাত, মৌকরা ইউনিয়ন যুগ্ম আহবায়ক স¤্রাট, ধাতিশ্বর কলেজ সহসভাপতি আল মুনতাসির, পৌরসভা ছাত্রলীগ নেতা আরিফুর রহমান, ছাত্রলীগ নেতা সাহাব উদ্দিন, স্বপন, সোহেল প্রমূখ।
নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুর রাজ্জাক সুমন বলেন, চলমান করোনা পরিস্থিতিতে আমরা বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি। করোনার সংক্রমণ রোধে সচেতনতামূলক লিফলেট, সুরক্ষা সামগ্রী ও ঘরে ঘরে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি। এরই ধারাবাহিকতায় এখন উপজেলাব্যাপী দরিদ্র কৃষকদের ধান কেটে দিয়ে তাদের সহায়তা করার চেষ্টা করছি। কৃষকের পাশে দাঁড়াতে পেরে গর্ববোধ হচ্ছে। কৃষকদের মুখে হাসি দেখে আমরা আরো উৎসাহিত হচ্ছি। উপজেলার সকল কলেজ, ইউনিয়ন, ওয়ার্ডে ছাত্রলীগের নেতৃত্বে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।