মনির আহমেদ: ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম দিবসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার সামগ্রী নিয়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালামের পক্ষে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, লাকসাম উপজেলা বিএনপির আহবায়ক নুরুন্নবী চৌধুরীর নেতৃত্বে ২০১৩ সালের ২৭ নভেম্বর গুম হওয়া লাকসামের দুই বিএনপি নেতা সাবেক এমপি, লাকসাম উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম হিরু ও লাকসাম পৌরসভা বিএনপি সভাপতি হুমায়ুন কবির পারভেজের ঢাকাস্থ বাসভবনে যান লাকসাম উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় সাইফুল ইসলাম হিরু’র বাসভবনে নেতৃবৃন্দকে স্বাগত জানান বেগম সাইফুল হিরু ও তাদের একমাত্র সন্তান রাফসান ইসলাম।
এদিকে, হুমায়ুন কবির পারভেজের লাকসাম ফতেহপুরের গ্রামের বাড়িতে নেতৃবৃন্দকে স্বাগত জানান তার স্ত্রী শাহনাজ আক্তার রানু। এসময় নেতৃবৃন্দ তাদেরকে তারেক রহমানের উপহার সামগ্রী পৌছে দেন এবং তাদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা রেজাউল করিম, লাকসাম পৌরসভা বিএনপি’র যুগ্ন-আহবায়ক বেলাল রহমান মজুমদার, মনির আহমেদ, লাকসাম উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন মশু, লাকসাম পৌরসভা যুবদলের সাবেক সভাপতি জিল্লুর রহমান ফারুক ও মাহাবুবুর রহমান মানিক, পৌরসভা শ্রমিক দল সভাপতি বাবুল মিয়া, যুবদল নেতা মামুন প্রমূখ।