আহসান উল্লাহ:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের প্রতিটি নেতা-কর্মীকে অন্তত ৩টি করে গাছ লাগানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা। দলীয় সভাপতি নির্দেশে এবং কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর আহ্বানে সাড়া দিয়ে সারাদেশের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা পহেলা আষাঢ় থেকে বৃক্ষরোপন কর্মসূচি পালন করছে। সারাদেশের ন্যায় কুমিল্লার বরুড়া উপজেলায় লক্ষ্মীপুর ইউনিয়নের পাঁচথুবী গ্রামে মঙ্গলবার (২৫আগষ্ট) কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ নেতা ইকবাল মাহমুদ ওই উপজেলা প্রায় ৩শ দলীয় নেতা-কর্মীদের নিয়ে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেন। এ সময় কেন্দ্রীয় নেতা ইকবাল মাহমুদ প্রত্যেক নেতা-কর্মীদের হাতে ১টি করে গাছের চারা উপহার হিসাবে তুলে দিয়ে নিজ নিজ এলাকায় সড়কের পাশে ও বাড়ী আঙ্গিনায় বৃক্ষ রোপনের করার জন্য উৎসাহিত করেন এবং প্রত্যেকে নিজ উদ্দ্যেগে দেশরতœ শেখ হাসিনা নির্দেশনা অনুযায়ী কম পক্ষে ৩টি গাছ লাগানোর নির্দেশ দেন।
বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা ভাটরা থানার কৃষক লীগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম জাকির, বরুড়া উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফরিদ উদ্দীন মিয়াজী, লক্ষ্মীপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বি কম, যুগ্ন আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, যুবলীগের যুগ্ন আহ্বায়ক ওমর ফারুক চৌধুরী, শ্রমিক লীগের সভাপতি আলী আজগর মানিক, সাধরণ সম্পাদক মনির হোসেন। ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক রউিল হোসেন, বরুড় উপজেলা ছাত্র লীগের যুগ্ন আহ্বায়ক মহিন উদ্দীন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক রাজ, মুদাফরগঞ্জ কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী, ইউনিয়নের সাবেক ছাত্র লীগের সভাপতি সৈয়দ সাইফুল ইসলাম। সাবেক সহ সভাপতি সাইফুল ইসলাম সবুজ, জাবেদ হোসেন, মেহদি হাসান নিলয়, ফরিদ হোসেন, রফিক, প্রলয়, শরিফ ও দেলোয়ার হোসেন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী অংশগ্রহন করেন।