অবশেষে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম।
উপাচার্যের ব্যক্তিগত সহকারী কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার বিকেল ৫টায় বুয়েটের মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে আবরার হত্যার প্রতিবাদের ১০ দফা দাবির বিষয়ে শুক্রবার দুপুর ২ টার মধ্যে সুনির্দিষ্ট উদ্যোগ চান শিক্ষার্থীরা। অন্যথায় বুয়েটের সব ভবনে তালা দেওয়া হবে বলে হুমকি দেন তারা।