ডেস্ক রিপোর্ট:
ক্যাসিনো বিরোধী অভিযান নিয়ে বিতর্কিত মন্তব্য করা ওমর ফারুক চৌধুরীকে যুবলীগের চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ রোববার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান শুরু পর ওমর ফারুক চৌধুরী বলেছিলেন, ‘এতদিন অবৈধভাবে ক্যাসিনো চলল কীভাবে? পুলিশ বা র্যাব এতদিন কী করেছে?’
ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান শুরুর পর সদ্য বহিষ্কৃত যুবলীগ চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতা, অর্থের বিনিময়ে বিতর্কিতদের সংগঠনের গুরুত্বপূর্ণ পদে বসানো এবং অপকর্মে প্রশ্রয় দেওয়ার বিষয়টি সামনে চলে আসে।
সংগঠনের নেতাকর্মীরা বলছিলেন, নৈতিক স্খলনের দায় নিয়ে নিজ থেকেই পদত্যাগ করা উচিত ছিল ওমর ফারুক চৌধুরীর। তিনি পদ ধরে রাখায় সংগঠনের কাজ ব্যাহত হচ্ছে। এখন তাকে বাইরে রেখেই যুবলীগের কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়টি আজ রোববারের বৈঠকে চূড়ান্ত হতে পারে বলেও ধারণা করেছিলেন তারা।