১১ দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছে ক্রিকেটাররা। ১১ দফা দাবি না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেট খেলা, ক্যাম্প, অনুশীলন থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন তারা। আজ সোমবার (২১ অক্টোবর) মিরপুরে বিসিবির একাডেমি মাঠে এক সংবাদ সম্মেলনে তারা এসব ১১ দফা দাবি ঘোষণা করে আন্দোলনে নামেন। ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে সাকিব জানিয়েছেন, ‘দাবিদাওয়া পূরণ না হওয়া পর্যন্ত কোন ধরণের ক্রিকেট কার্যক্রমে অংশ নেবেন না ক্রিকেটাররা।’ যেহেতু অনূর্ধ্ব-১৯ দলের সামনে বিশ্বকাপ আছে, তাই তাদেরকে এই ধর্মঘটের আওতায় রাখা হচ্ছে না বলে জানিয়েছেন সাকিব।
১১ দফা দাবিগুলো:
১. খেলোয়াড়দের ভোটে ক্লাবের প্রেসিডেন্ট-সেক্রেটারি হবে নির্ধারণ।
২. ঢাকা প্রিমিয়ার লিগ পূর্বের মতো পরিচালনা করা।
৩. আগামীবার থেকে পূর্বের নিয়মে বিপিএল আয়োজন এবং লোকাল খেলোয়াড়দের ন্যায্য মূল্য নির্ধারণ।
৪. ফার্স্ট ক্লাস খেলোয়াড়দের বেতন কমপক্ষে ১ লক্ষ টাকা নির্ধারণ করা।
৫. থাকা-খাওয়ার জন্য সুইমিং পিল ও জিমসহ হোটেল নির্ধারণ করা এবং ভ্রমনের জন্য বিমানের ভাড়া দেয়ার ব্যবস্থা করা।
৬. জাতীয় দলের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের সংখ্যা বাড়ানো এবং বেতন বাড়ানো। (কমপক্ষে ৩০ জন)
৭. গ্রাউন্ডস ম্যান থেকে শুরু করে দেশি আম্পায়ার, ফিজিও, কোচ সবার ন্যায্য বেতন নির্ধারণ করা এবং লোকাল কোচদের গুরুত্ব দেয়া।
৮. বিপিএলের আগে একটা টি-টোয়েন্টি লিগ এবং পূর্বের মতো ন্যাশনাল লীগের পর একটি ওডিআই টুর্নামেন্ট চালু করা।
৯. ডমেস্টিক টুর্নামেন্টের জন্য নির্ধারিত ক্যালেন্ডার থাকতে হবে। যাতে আমরা আগে থেকে একটা পরিকল্পনা করে রাখতে পারি।
১০. বিপিএল প্রিমিয়ার লিগে বকেয়া টাকা আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে যেন পাই।
১১. ক্রিকেটাররা ফ্রী থাকলে যেন ফ্রাঞ্চাইজিং লিগ দুইটার বেশি খেলতে পারি।
আগামী মাসে ভারত সফরে যাওয়ার কথা সাকিবদের। ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে। তবে, বেতন বাড়ানোর দাবি আদায় না হলে এই সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। তাতে হুমকির মধ্যে পড়তে যাচ্ছে ভারত সফর। সংবাদ সম্মেলনে আসেন সাকিব, তামিম, মাহমুদউল্লাহ, মিরাজ, ইমরুল, সৌম্য, মুশফিক, সাইফউদ্দিন, এনামুল বিজয়, মুমিনুল, মিঠুন, জুনায়েদ সিদ্দিকী, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শফিউল ইসলাম, তাসকিন, মোস্তাফিজ, রুবেল, তাইজুলরা। ক্রিকেটারদের এই ঘোষণার পর আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড এবং ২৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্প কার্যত অনিশ্চয়তার মুখে পড়ল।