ডেস্ক রিপোর্ট:
সাকিবকে অধিনায়ক করে বাংলাদেশের ভারত সফরের জন্য টি-টুয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। তবে সাকিবের নিষেধাজ্ঞার পর পরিবর্তন করতে হয়েছে টি-টুয়েন্টির দল। সাকিবের জায়গায় দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এছাড়া টি-টুয়েন্টি অধিনায়ক ঘোষণা করা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। মঙ্গলবার (২৯ অক্টোবর) নির্বাচকরা বলেন, ভারতের বিপক্ষে টি-টোয়েন্টির এই সিরিজে অধিনায়কত্ব করবেন মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়া সাকিব আল হাসানের বদলি হিসেবে খেলবেন তাইজুল ইসলাম। আর পারিবারিক কারণে সিরিজ খেলছেন না তামিম ইকবাল। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ মিঠুন। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে পড়েছেন অলরাউন্ডার সাইফ উদ্দিন। দলে তার বদলি হিসেবে খিলবেন আবু হায়দার রনি।
বাংলাদেশ টি-টুয়েন্টি দলঃ মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, আবু হায়দার রনি, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।