ডেস্ক রিপোর্ট: ঘূর্ণিঝড় বুলবুলের কারণে চলতি জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এর পাঁচটি পরীক্ষা পেছানো হয়েছিল। আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর এই পিছিয়ে দেয়া পরীক্ষাগুলোর নতুন তারিখ প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড। দেশের ৯টি বোর্ডের অধীনে আয়োজিত জেএসসির পরীক্ষার নির্ধারিত গত ১১ নভেম্বরের বিজ্ঞান পরীক্ষা পিছিয়ে ১৩ নভেম্বর সকাল ১০টায়, ১২ নভেম্বরের গণিত পরীক্ষা ১৪ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। অন্যদিকে, জেডিসির তিনটি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে গত ৯ নভেম্বরের গণিত পরীক্ষা পিছিয়ে ১৪ নভেম্বর সকাল ১০টায়, ১১ নভেম্বরের ইংরেজি পরীক্ষা ১৬ নভেম্বর সকাল ১০টায় ও ১২ নভেম্বরের বিজ্ঞান পরীক্ষা ১৫ নভেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক সাংবাদিকদের বলেছেন, পরীক্ষা পিছিয়ে নতুন করে আরো ৫ দিন সময় বৃদ্ধি করা হয়েছে। সময় বেশি পাওয়ায় পরীক্ষার্থীরা ভালো প্রস্তুতি নিতে পারবে বলে জানান তিনি।