ডেস্ক রিপোর্ট: সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। বিয়ের পর স্বভাবতই হানিমুনে গেছেন তারা। হানিমুনের মুহূর্তগুলো শেয়ার করছে সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রাম ঘাটলেই দেখা যাচ্ছে বেশ আনন্দময় সময় কাটছে তার বালিতে। গত ২৫ অক্টোবর নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে সাবিলার বিয়ে হয়। নেহাল সুনন্দ তাহের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কর্মরত। বিয়ের পর সময় কাটাতে ইন্দোনেশিয়ার বালিতে গেছেন সাবিলা-সুনন্দ। সেখানে দারুণ একটি রিসোর্টে সময় কাটাচ্ছেন এই নতুন দম্পতি।
সাবিলা নূর নিজেই ইনস্টাগ্রামে সেই রিসোর্ট থেকে ছবি ও ভিডিও পোস্ট করেছেন। তার পোস্ট করা ছবি ও ভিডিও দেখে অনেকেই শুভকামনা জানাচ্ছেন তাদের। উল্লেখ্য, সাবিলা নূর ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই নাচের প্রতি আসক্তি ছিল তার। সাবিলা বুলবুল ললিতকলা একাডেমি থেকে নাচ শিখেছেন। সাবিলা ২০১৪ সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। সাবিলা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন। টেলিভিশন বিজ্ঞাপনেও বেশ জনপ্রিয় মুখ সাবিলা নূর।