ব্যাটসম্যানদের ভুলে আজ খেলাটা চলে গেল!
: ভুল বলছেন কেন? বল বুঝতে পারছে না।
: বুঝতে না পারলে খেলে কেন?
: খেলা বুঝেন আপনি (এবার রেগে গেলেন ভদ্রলোক)!
: আমি হা করে তাকিয়ে থাকি।
: বল যে কত রকমের হয়! সর্ট বল, ফুল লেংথ, বাউন্সার, গুগলি, ইয়র্কার—–। (বলা শেষ হচ্ছে না ভদ্রলোকের।)
: এতসব জেনেইতো একজন ব্যাটসম্যান হয়। কোটি টাকার কোচ রেখে ট্রেনিং দেওয়া হয়।
: তবুও কিছু কিছু বল বুঝা সম্ভব হয় না। কখনো কখনো স্টেপিং ঠিকমতো হয় না। এটাতো খেলারই অংশ।
: আচ্ছা, ডাক্তাররাও কখনো কখনো মিস করে ফেলে। যেমন ধরুন এক হার্ট অ্যাটাকেই কারো ব্যথাই হয় না, কারো পুরো বুকে ব্যথা হয়, কারো উপর পেটে ব্যথা, কারো চোয়ালে, কারো দাঁতে। মিস হতে পারে না? এটাতো চিকিৎসা বিজ্ঞানেরই অংশ।
: ভাই, বুঝেন না কেন? খেলোয়াড়ের ভুলে উইকেট পড়ে আর ডাক্তারের ভুলে মানুষ মরে।
: তাহলে উল্টোটা ভাবুন। খেলোয়াড় যখন সেঞ্চুরি করে আপনারা শুভেচ্ছা জানান, প্লট দেন, ফ্ল্যাট দেন, কোটি টাকা বকশিস দেন! ডাক্তাররা যে এত এত জটিল জীবন বাঁচান, ডেঙ্গুসহ বিভিন্ন মহামারীতে নাওয়া-খাওয়া বাদ দিয়ে টানা ব্যাটিং করে ট্রিপল সেঞ্চুরি করেন তখন কি দেন আপনারা?
জীবন বাঁচালে মূল্যহীন, মরে গেলেই মহামূল্যবান হয়ে যায়! যে দেশে জীবনের চাইতে বিনোদনের মূল্য বেশি সে দেশে ডাক্তার না জন্মানোটাই ভবিতব্য।
একদিন মরন ব্যধিতে আক্রান্ত রোগীর সামনে খেলা দেখানো হবে। বিনোদন আর বিনোদন! হাসতে হাসতেই মরে যাবে মানুষ।
মনে রাখবেন ডাক্তাররা রোগের চিকিৎসা করে, মৃত্যুর নয়। পৃথিবীর এমন কোন শক্তি নেই যে মৃত্যু থেকে বাঁচাতে পারে, ১০০% সঠিক চিকিৎসা দেয়ার পরও। মৃত্যু অনিবার্য। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।।। যখন, যেখানে হবার, তখন, সেখানেই হবে।
লেখক:
কনসালটেন্ট কার্ডিওলজি
জেনারেল হাসপাতাল, কুমিল্লা।