মোঃ খোরশেদ আলম:
পরিবারের কোন সদস্য, অভিভাবক গুরুদায়িত্ব অর্জন করলে, সফলতা লাভ করলে একদিকে মানসিক প্রশান্তি অন্যদিকে যেন স্বর্গীয় আনন্দ, অনুভূতি।
আমার শ্রদ্ধেয় মামা জাহিদুল ইসলাম ভুঁইয়া । ছাত্রজীবন থেকেই ক্ষুরধার মেধার অধিকারী এবং অত্যন্ত সাদামাটা মনের অসাধারণ, বিনয়ী একজন মানুষ। ১৮তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত হন মেধার মাধ্যমে। সবসময়ই স্বপ্ন দেখতেন দেশের সেবায় নিয়োজিত হবেন। বিসিএস প্রশাসনের মাধ্যমে সেই সুযোগ অর্জন করেন তিনি। কোরিয়ায় ফার্স্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন৷ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মেধা, শ্রম, যোগ্যতার সাথে ব্যক্তিত্ব ও সততা বহন করে দীর্ঘদিন কাজ করে যান।
দেশের অন্যতম ব্যবসায়ী, মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি মহোদয়ের পিএস হিসেবে দায়িত্ব পালন করছেন । বিহাইন্ড দ্য সিনের একজন পলিসি মেকার হিসেবে মামা দেশের জন্য সর্বোচ্চ ভাবে অক্লান্তভাবে দায়িত্ব পালন করে আসছেন।
আমি বিসিএস দিয়ে পুলিশ ক্যাডার না হয়ে যদি প্রশাসন ক্যাডারে দায়িত্ব নিতাম তাইলে অবশ্যই মামার মত একজন সরকারি কর্মকর্তা হতে চাইতাম । উনার ব্যক্তিত্ব আর গুণাবলির উপর সবসময়ই আমি মুগ্ধ।
আমার শ্রদ্ধেয় মামা আজ পদোন্নতি পেয়েছেন। আলহামদুলিল্লাহ। মানুষ পরিশ্রম করলে সফলতা আসবেই। সেটা সবসময় মামার কাছ থেকে দেখে আসছি। মেধাবী, যোগ্যতাসম্পন্ন এই মানুষটি সততার সাথে কাজ করে তাঁর জীবনের সাফল্য অর্জন করে যাচ্ছেন ক্রমান্বয়ে। সেই ধারাবাহিকতায় আজকে তিনি উপ সচিব থেকে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।
করোনা ভাইরাসের মহামারীর মধ্যে ও আমাদের পরিবারের আনন্দঘন এই মূহুর্ত উদযাপন করতে মামার সাথে আজ মামার বাসায় ।
সবাই দোয়া করবেন আমার শ্রদ্ধেয় ও প্রিয় মামার জন্য।
লেখক: অতিরিক্ত পুলিশ সুপার
নারায়নগঞ্জ ‘খ’ সার্কেল।