মোঃ খোরশেদ আলম:
দেশের যেকোনো ক্রাইসিস মোমেন্টে, দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ পুলিশ বাহিনী সর্বদা নিয়োজিত। যতই ক্রিটিকাল অবস্থা তৈরি হোক না কেন! জননিরাপত্তা নিশ্চিত করতে জীবনের ঝুঁকি নিয়ে সক্রিয় ভাবে কাজ করে যায় বাংলাদেশ পুলিশ।
বৈশ্বিক দুর্যোগ করোনা ভাইরাসের ভয়াল সংক্রমণ ছড়িয়েছে আমাদের দেশে৷ আমার দায়িত্বপ্রাপ্ত এলাকা রেডজোনের অংশ। করোনা প্রতিরোধে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ, দিকনির্দেশনা, প্রপার গাইডলাইন দিতে বাংলাদেশ পুলিশের আইকন, বাংলাদেশ পুলিশের জীবন্ত কিংবদন্তী, ঢাকা রেঞ্জের ডিআইজি, জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় নারায়ণগঞ্জ জেলায়। অনুপ্রেরণার বাতিঘর, প্রিয় অভিভাবক, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মানুষটার কাছে বারবার শিখে যাই৷ বারবার কৃতজ্ঞ।
দেশের ক্রাইসিস মোমেন্টে কি কি স্টেপ নিয়ে পুলিশ বাহিনীকে কতটা অগ্রসর করে কাজ করাতে হয় জননিরাপত্তা নিশ্চিত করতে এইসব ব্যাপার খুব সুনিপুণ চিন্তাভাবনায় উনি সম্পাদন করেন। সবাই ভালো থাকুন৷ নিরাপদ থাকুন৷ ঘরে থাকুন।
লেখক: অতিরিক্ত পুলিশ সুপার
নারায়নগঞ্জ ‘খ’ সার্কেল।