মনির আহমেদ:
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) নির্বাচনী এলাকার তিনটি সাংগঠনিক ইউনিট লাকসাম উপজেলা, পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলা যুবদলের প্রস্তাবিত আহবায়ক কমিটি কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি ভিপি আশিকুর মাহমুদ ওয়াসিমের নিকট জমা দেয়া হয়েছে। কমিটির অনুলিপি কুমিল্লা সাংগঠনিক বিভাগে যুবদল পুনর্গঠনে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের কাছেও জমা দেয়ার প্রস্তুতি নিচ্ছেন এ অঞ্চলের যুবদলের পদ প্রত্যাশীরা।
লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবুল হাসেম মানুু, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আবদুর রহমান বাদল, মনোহরগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক প্রফেসর আলী মুর্তজা ভুঁইয়া, মনোহরগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব সরওয়ার জাহান ভূঁইয়া দোলন এবং লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ন-আহবায়ক মনির আহমেদের উপস্থিতিতে মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে জেলা যুবদল সভাপতি ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের ব্যাক্তিগত কার্যালয়ে উপস্থিত হয়ে কুমিল্লা-৯ নির্বাচনী এলাকার তিনটি সাংগঠনিক ইউনিটের প্রস্তাবিত আহবায়ক কমিটি যৌথভাবে হস্তান্তর করেন, লাকসাম উপজেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন মুশু, লাকসাম পৌরসভা যুবদলের সাবেক সভাপতি জিল্লুর রহমান ফারুক, মাহবুবুর রহমান মানিক, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান দুলাল, লাকসাম পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দীকি মিল্টন, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রহমত উল্লাহ জিকু।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা যুবদলের সহ-সভাপতি আবুল কাশেম গাদ্দাফী, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের সহ-সভাপতি আবদুল বাতেন, লাকসাম পৌরসভা যুবদলের সাবেক সহ-সভাপতি কামাল হোসেন, লাকসাম উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, পৌরসভা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল মোমেন লিটন, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান, যুবদল নেতা সফিকুর রহমান বাদল, ফারুক হোসেন, আফজল হোসেন, শাহ নুরুল আলম, আবুল হাসেম, আনিছুর রহমান, আতিকুর রহমান, ইয়াছিন ফরাজি, আমান উল্লাহ প্রমুখ।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সভাপতি ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম লাকসাম-মনোহরগঞ্জে যুবদলের পদ প্রত্যাশী সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। আগামীর আন্দোলন-সংগ্রামের জন্য যুবদলকে সুশৃঙ্খল ও শক্তিশালী করতে সকলকে মিলে-মিশে কাজ করতে তিনি নির্দেশনা দেন।