খবরে বলা হয়, আক্রান্তদের মধ্যে বাদশাহ সালমানের ভাগ্নে যুবরাজ ফয়সাল বিন বান্দর বিন আব্দুল আজিজ আল সৌদ রয়েছেন। বর্তমানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। এছাড়া সম্প্রতি রাজ পরিবারের যেসব সদস্য ইউরোপ ভ্রমণ করেছেন তারাও আক্রান্তদের তালিকায় রয়েছেন বলে জানা গেছে।
সৌদিতে করোনার প্রাদুর্ভাব বাড়ার সঙ্গে সঙ্গে দেশটির বিভিন্ন হাসপাতালের প্রায় পাঁচ শতাধিক শয্যা রাজপরিবারের জন্য প্রস্তুত করা হয়েছে।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এরইমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। চলতি সপ্তাহে রাজধানী রিয়াদসহ জেদ্দা, মক্কা, মদিনা ও আরো বেশ কয়েকটি শহরে ২৪ ঘণ্টা কারফিউ জারি করা হয়েছে। পাশাপাশি রিয়াদ, মক্কা ও মদিনাতে যাতায়াতও নিষিদ্ধ করা হয়েছে।
সৌদি আরবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৩২ জন। দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪১ জনের। এছাড়া সুস্থ হয়েছেন ৬৩১ জন।