ডেস্ক রিপোর্ট: কুমিল্লায় নতুন করে করোনাভাইরাসের ৯ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে কুমিল্লায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ জনে। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানা যায়, রোববার পর্যন্ত কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৭ জন। আজ মঙ্গলবার পর্যন্ত নতুন আক্রান্ত হয়েছে ৯ জন। নতুন আক্রান্তদের মধ্যে ৬ জন স্থানীয়ভাবে আক্রান্ত।
সূত্র আরো জানায়, নতুন যে ৯ জন শনাক্ত হয়েছে তাদের মধ্যে জেলার তিতাস উপজেলায় তিনজন, দাউদকান্দি উপজেলায় দুইজন, বুড়িচং উপজেলায় একজন, সদর দক্ষিণ উপজেলায় একজন, ব্রাহ্মণপাড়া উপজেলায় একজন ও চান্দিনা উপজেলায় একজন রয়েছেন। তিতাসে আক্রান্ত ৩ জন কন্টাক্টের মাধ্যমে আক্রান্ত হয়েছে। বাকিরা একেবারেই নতুন। যারা স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন।
কুমিল্লায় এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে ছিল ৪ হাজার ১শ’ ৩৬ জন। তাদের মধ্যে কোয়ারেন্টাইন শেষ হয়েছে ৩ হাজার ৩শ’ ১৮ জনের। এ র্পন্ত আইইডিসিআর-এ নমুনা পাঠানো হয়েছে ১শ’ ৭৬ জনের। রিপোর্ট এসেছে ১শ’ ৪৬জনের। তাদের মধ্যে ১৬ জন করোনা আক্রান্ত। বাকীদের রিপোর্ট নিগেটিভ।
কুমিল্লা জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন জেলায় নতুন করে ৯ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।