অ্যাডভোকেট তানজিনা:
মসজিদ, গার্মেন্টস, শপিংমল সব শেষ! এবার নতুন ইস্যু কি? কি হবে সমালোচনার নতুন আইটেম? ইতিহাস আর অভিজ্ঞতা যেটা বলে, যেচে গিয়ে জীবনে কাউকে উপকার করতে নেই। এতে হীতে বিপরীত হয়! আমাদের সমস্যা কোথায় জানেন? আমরা বুঝেও বলি, না বুঝেও বলি! আবার কেউ কেউ বলার জন্য বলি!
আমরা একটা বিষয় পেলেই, ওটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, আবার যখন নতুন আরেকটা সৃষ্টি হয়, তখন পূর্বের ঘটনা ভুলে যাই। ভুলে যাওয়া মানব ধর্ম! পৃথিবীর সব দেশেই দুই রকম যোদ্ধা আছে, এক কলম যোদ্ধা, আরেক অস্ত্র যোদ্ধা। আমার কলমে যদি ভুল হয়ে থাকে, তাহলে সেই ভুল ধরিয়ে দিলে, আমি উপকৃত হবো।
তবে হ্যাঁ, নিজ স্বার্থ চরিতার্থের জন্য যদি মনগড়া কিছু বলা হয়, সেগুলো কারো জন্যই সম্প্রীতির হবে বলে, আমার মনে হয়না। অতএব আমার এখানে কমেন্টস্ করতে হলে, ভালোভাবে পড়ে, শুনে, বুঝে, তবেই কমেন্টস্ করতে পারেন। না হয়, ভালো না লাগলে এড়িয়ে যাবেন, তবেই সবার জন্য মঙ্গল।
সে যাই হোক, যা বলছিলাম, আপনি দেখবেন, দিনের বেলায় ছেড়ে রাখা একটি মুরগি ধরা কিন্তু সহজ নয়, কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলেই ডাকতেও হয়না। মুরগিটি নিজ থেকেই খোয়াড়ে ডুকে পড়ে। কেন জানেন? বিকল্প কোন রাস্তা নেই বলে। বর্তমান পরিস্থিতিতে কারো উপর দোষ না চাপিয়ে, আপনি কি করবেন, সেই বিবেচনা সম্পূর্নই আপনার!
“বসুন্ধরা সিটি কমপ্লেক্স” বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া, করোনা রোগীদের জন্য অস্হায়ী হাসপাতাল নির্মাণ এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ কোটি টাকা প্রদান করে সরকারের পাশে দাঁড়ানোর জন্য বসুন্ধরা কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলের জন্য শুভকামনা। আবারো দেখা হবে, কথা হবে বেঁচে থাকলে।
লেখক: জেলা পরিষদ সদস্য, কুমিল্লা।