সাখাওয়াত হোসেন মামুন:
আপনি শপিং মলে আনন্দ ফুর্তি করতে গিয়ে করোনা বাঁধাবেন। আপনার চিকিৎসা করতে দিয়ে ডাক্তার নার্স মারা যাবে, রাষ্ট্র আপনার চিকিৎসায় ভর্তুকি দিবে, আপনার ও আপনাদের কারনে লকডাউন বাড়বে, লকডাউনে সেবা দিতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী করোনায় আক্রান্ত হয়ে মারা যাবে, লকডাউনের কারনে দেশের অর্থনীতি শেষ হয়ে যাবে। আপনার একটি ঈদ আনন্দের জন্য কতোগুলি জীবন নিয়ে আপনি খেলছেন। আপনি কিভাবে এর জবাব দিবেন…
দাবি/ অনুরোধ:
১। যারা করোনার সময় ঈদ শপিং করছেন তাদের কারো করোনা হলে রাষ্ট্রিয় অর্থে তাদের চিকিৎসা সেবা দেওয়া যাবে না।
২। ডাক্তার/ নার্সরা তাদের চিকিৎসা সেবা না দেওয়ার অনুরোধ রইলো। যারা নিজেরা বাঁচতে চায় না তাদেরকে বাঁচানোর দায় আমাদের চিকিৎসকরা নিজের জীবন বাজী রেখে নিবে কেন?
৩। এই সব অপদার্থরা ঈদের দিন নতুন জামা পড়ে লোক দেখাতে রাস্তায় বের হলে বা ফেসবুকে ডং মার্কা ছবি দিলে, তাদেরকে সবাই সামাজিক ভাবে বর্জন করুন।
লেখক: ভাইস চেয়ারম্যান
ভাইয়া গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ।