স্টাফ রিপোর্টার: নাঙ্গলকোটে করোনা পরিস্থিতি দিনদিন অবনতির দিকে ধাবিত হচ্ছে। আজ সোমবার (২২ জুন) পল্লী বিদ্যুতের ডিজিএম ও থানার ১২ জন পুলিশ সদস্যসহ আরও ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪০ জনে দাঁড়িয়েছে। ক্রমাগত আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে।
নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন, পল্লী বিদ্যুতের ডিজিএমসহ তিন কর্মকর্তা-কর্মচারি, নাঙ্গলকোট থানার তিনজন এস.আই, দুইজন এএসআই ও এক নারী সহ সাত পুলিশ সদস্য, জোড্ডা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের একজন, বটতলি ইউনিয়নের কাশিপুর গ্রামের ৩ জন পুরুষ ও চারজন নারী, ঢালুয়া ইউপির মুকিমপুর গ্রামের এক পুরুষ ও এক নারী এবং আদ্রা দক্ষিণ ইউপি’র চাটিতলা গ্রামের এক ব্যক্তি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেব দাস দেব বলেন, এ পর্যন্ত ৯ শত ৬৯ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনা র্যাপিড রেসপন্স টিম। তাদের মধ্যে ৯০০ জনের রিপোর্ট এসেছে। আগত রিপোর্টে ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এখনও রিপোর্ট প্রক্রিয়াধীন রয়েছে রয়েছে ৬৯ জনের। করোনায় মারা গেছে পাঁচজন। ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৫৮জন। নতুন যারা আক্রান্ত হয়েছেন তাদের বাড়ি লকডাউন করে হোম আইসলোশানে নিয়ে চিকিৎসা শুরু হয়েছে।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লামইয়া সাইফুল বলেন, উপজেলায় একদিনে ২৬ জনের রিপোর্ট পজিটিভ আসার খবরটি উদ্বেগজনক। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকলকে সতর্ক হওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। এক্ষেত্রে উপজেলার সকল শ্রেণী-পেশার মানুষ দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করি।