স্টাফ রিপোর্টার:
কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপতালের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করতে পারবেন বিদেশগামীরা। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। দেশের ১৬টি প্রতিষ্ঠানের মধ্যে কুমিল্লার এ প্রতিষ্ঠানটি তালিকাভূক্ত হওয়ায় বৃহত্তর কুমিল্লা অঞ্চলের প্রবাসীরা সহজেই এ প্রতিষ্ঠান থেকে করোনা রিপোর্ট নিয়ে বিদেশ গমন করতে পারবেন।
সরকারি নির্দেশ অনুযায়ী আগামী ২৩ জুলাই থেকে বিদেশ গমনে করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। এজন্য বিদেশগামীদের নির্ধারিত পিসিআর ল্যাব থেকে করোনা পরীক্ষা করাতে অনুরোধ জানানো হয়েছে। শুধুমাত্র সরকার অনুমোদিত ১৬টি টেস্টিং সেন্টার থেকেই করোনাভাইরাস পরীক্ষার সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে। এসব প্রতিষ্ঠান থেকে করোনাভাইরাসের পরীক্ষার নেগেটিভ সনদ নিয়ে তবেই বিমানে ওঠা যাবে। বৃহত্তর কুমিল্লার একমাত্র প্রতিষ্ঠান হিসেবে মেডিকেল কলেজ হাসাপতালের পিসিআর ল্যাবকে তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে।
বিদেশগামীদের যা করনীয়:
বিদেশ যাত্রার আগে অন্তত ৭২ ঘণ্টার মধ্যে যাত্রীর পরীক্ষা করাতে হবে। অর্থাৎ ৭২ ঘণ্টার আগে করা পরীক্ষার ফলাফল গ্রহণযোগ্য হবে না বা এর আগে নমুনা সংগ্রহ করা হবে না। যাত্রার ২৪ ঘণ্টা আগে অবশ্যই রিপোর্ট সংগ্রহের ব্যবস্থা করতে হবে। নমুনা দেয়ার সময় পাসপোর্টসহ যাত্রীদের বিমান টিকেট দেখাতে হবে এবং পরীক্ষার অর্থ পরিশোধ করতে হবে। কোভিড-১৯ পরীক্ষার জন্য নির্দিষ্ট পরীক্ষাগার যে জেলায় অবস্থিত, সেখানকার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে যাত্রীদের নমুনা দিতে হবে। নমুনা দেয়ার পর থেকে যাত্রার আগে পর্যন্ত সংশ্লিষ্ট যাত্রীকে আইসোলেশনে থাকতে হবে। পরীক্ষার জন্য একটি ফি নির্ধারণ করে দেয়া হয়েছে। যারা ল্যাবরেটরিতে গিয়ে নমুনা দেবেন তাদের দিতে হবে ৩৫০০ টাকা। আর বাড়ি থেকে নমুনা সংগ্রহ করা হলে ৪৫০০ টাকা দিতে হবে।