স্টাফ রিপোর্টার: ‘জাগবে স্বপ্ন, বাঁচবে মানবতা’- এই স্লোগান বুকে ধারণ করা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সানরাইজ সোশ্যাল ফাউন্ডেশন’-এর উদ্যোগে ‘চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স ‘এর সহযোগিতায় ২২শে নভেম্বর ২০১৯ ইং রোজ শুক্রবার আন্তর্জাতিক উইমেন্স এসএমই বাণিজ্য মেলা-১৯ এ মেলার দর্শনার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস টেস্ট ও রক্ত সংগ্রহ উদ্বোধন করেন ড. ডেভ ডোল্যান্ড, রেজিস্ট্রার, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্নর জনাব আমিনুল হক বাবু, আল-আমীন হাসপাতালের পরিচালক ডাঃ মেসবাহ উদ্দিন তুহিন, এশিয়ান ইউনিভার্সিটি’র সার্ভিস লার্নিং এন্ড কমিউনিটি এ্যাংগেইজমেন্ট লায়ন মুহাম্মদ ওবায়দুর রহমান, এম.এন. দাস্তুর সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার উপদেষ্টা দেবব্রত পাল, জিপিএইচ ইস্পাত লিঃ এর এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উপদেষ্টা হুমায়ুন রশিদ, বাংলাদেশ পুলিশের সার্জেন্ট উপদেষ্টা শান্তময় দাশ, লিও জেলা প্রেসিডেন্ট শাহরিয়ার ইকবাল, প্রতিষ্ঠাতা ভোরের আলো মোঃ শফিকুল ইসলাম খান।
সংগঠনের পক্ষ থেকে সবাইকে স্টল পরিদর্শনের আমন্ত্রণ জানানো হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা ও সভাপতি আফজাল খান, সহ সভাপতি হিরু জান্নাত সাথী, সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিকাশ ভৌমিক, সহ অর্থ সম্পাদক জয় খান,সহ সিস্টার কো-অর্ডিনেটর( চট্টগ্রাম) জেসমিন সুলতানা, সদস্য মোঃ আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, বিকাশ রয়, আরিয়ান সোহেল, দূর্জয় চৌধুরী, মোঃ নাঈম, নূর উদ্দীন, আশরাফুল আশিক, রোমান, রাহাত, নূর উদ্দিন, রানা নয়ন আক্তার সহ আরো অনেকে।