স্টাফ রিপোর্টার: ‘জাগবে স্বপ্ন, বাঁচবে মানবতা’- এই স্লোগানে যাত্রা হাওয়া সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সানরাইজ সোশ্যাল ফাউন্ডেশন’-এর চট্টগ্রাম ইউনিটের মাসিক সভা, কর্মশালা ও ইউনিট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা প্রোগ্রাম ২৯ শে ডিসেম্বর শুক্রবার লায়ন্স ফাউন্ডেশনের তাহের মেমোরিয়াল হলে সংগঠনের সভাপতি মো আফজাল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিতি ছিলেন কর্পোরেট ব্যক্তিত্ব তানভীর শাহরিয়ার রিমন, প্রধান নির্বাহী কর্মকর্তা, র্যাংকস এফসি প্রোপার্টিজ লিমিটেড। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লিও জেলা সাবেক সভাপতি ও এইউডাব্লিও এর ম্যানেজার, সার্ভিস লার্নিং এন্ড কমিউনিটি এ্যাংগেইজমেন্ট লায়ন মুহাম্মদ ওবায়দুর রহমান ও জিপিএইচ ইস্পাত লিঃ এর এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উপদেষ্টা হুমায়ুন রশিদ।
সভায় বক্তারা বলেন, মানুষ সেবা করার মানসিকতা তৈরি এবং নেতৃত্ব চর্চা একমাত্র সংগঠনই শিখায়। নিজেকে আত্মশুদ্ধি করে মানুষের মুখে হাঁসি ফুটানো’র আত্মতৃপ্তি নিয়ে তরুণদেরকে মানব সেবায় এগিয়ে আসার আহবান জানানো হয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি হিরু জান্নাত সাথী, সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন, তথ্য ও প্রচার সম্পাদক বিকাশ ভৌমিক, সদস্য সচিব তাপস দেব নাথ ও ইউনিট প্রধান সাজ্জাদুন নাঈম।
নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ ইউনিট প্রধান নাঈম ইসলাম, সিস্টার্স কো-অর্ডিনেটর রেশমি আক্তার, সহ সিস্টার্স কো-অর্ডিনেটর জেসমিন সুলতানা, অর্থ সম্পাদক চৈতী শীল, প্রচার সম্পাদক আশরাফুল আশিক, সহ প্রচার সম্পাদক পল্লব হাসান পিয়াস, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নোবেল মুহাম্মদ আরিফ ও সদস্য সচিব হেলাল উদ্দীন।
উক্ত কর্মশালায় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাকসুদা আক্তার, কামরুন্নাহার, বিবি ফাতেমা, নুসরাত বিনতে তিশা, ফাতেমা আক্তার, সাফায়াত হোসেন হৃদয়, রাহাত, জাহেদ হাসান, নাঈমুল ইসলাম, শাহিনুর আক্তার, রুহুল আমিন, মামুন, আবরারুল হক, রবিউল চৌধুরী, মাহমুদুল হাসান, কামরুল হাসান, সূদেব দাশ, ওমর ফারুখ, আরিফুল ইসলাম, আশরাফ হোসেন, মোজাম্মেল হোসেন, ওয়াহিদা হাবিবা রেশমি, নাজমুল হুসাইন, আশরাফুল করিম, কাওসার, নাহিদুল ইসলাম, প্রিন্স দুর্জয়, আজাদুল ইসলাম ও নাঈমুল ইসলাম সহ আরো অনেকে।